বিশ্বে করোনায় আক্রান্ত সাড়ে ৪ কোটি ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত সাড়ে ৪ কোটি ছাড়াল

ফাইল ছবি।

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৫৩ লাখ ৪৬ হাজার ৯শত ১০ জন। করোনার সার্বক্ষণিক তথ্য রাখা ওয়াল্ড মিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১০ পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১১ লাখ ৮৬ হাজার ৩২৫ জনের। এদের মধ্যে প্রায় অর্ধেক মারা গেছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতে।

করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২৯ লাখ ৯৫ হাজার ৩৪১ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯২ লাখ ১২ হাজার ৭৬৭ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৭৭ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যুর দিক থেকে দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এ দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৪ লাখ ৯৬ হাজার ৪০২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৩৩ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ৮৮ হাজার ৮৫১ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ২১ হাজার ১৩১ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর কোভিড-১৯ বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৫ টি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়েছে।