সীমান্তের কাছে নতুন ৩ গ্রাম স্থাপন করলো চীন, দুশ্চিন্তায় ভারত

সীমান্তের কাছে নতুন ৩ গ্রাম স্থাপন করলো চীন, দুশ্চিন্তায় ভারত

ছবি : সংগৃহীত

ভারতের অরুণাচল প্রদেশের কাছে ভারত-চীন-ভুটানের সীমান্তের বুম লা পাস এলাকায় অন্তত তিনটি নতুন গ্রাম স্থাপন করেছে চীন। অরুণাচল সীমান্তে এলাকা দখলের লক্ষ্যে এটা বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

সীমান্তে চীনের ওপর নজর রাখা ডঃ ব্রহ্ম চেলানি বলছেন, ‘সীমান্তে অনুপ্রবেশ বাড়াতে কমিউনিস্ট পার্টির তিব্বতী সদস্য এবং হান সম্প্রদায়ের চীনাদের জড়ো করতে শুরু করেছে বেইজিং। দক্ষিণ চীন সাগরে যেমন জেলেদের ব্যবহার করা হয়েছিল, হিমালয়ের পার্বত্য এলাকায় তেমন পশুপালকদের মতো বেসামরিক ব্যক্তিদের ব্যবহার করছে চীন।’

উপগ্রহ চিত্রে পাওয়া এই গ্রামের ছবি সম্বলিত রিপোর্ট আসার এক সপ্তাহ আগে ভুটানের অন্তর্গত এলাকায় চীনা গ্রামের ছবি দেখা গিয়েছিল। এই গ্রাম ডোকলাম সীমান্ত থেকে মাত্র ৭ কিমি দূরে অবস্থিত।

নতুন ছবিতে যে তিনটি গ্রামের রিপোর্ট পেশ করা হয়েছে তা চীনা জমিতে। লাদাখ সীমান্তে দুই দেশের উত্তেজনার সময়েই এখানে বেসামরিক লোকজন জড়ো করতে শুরু করেছে শি জিনপিংয়ের দেশ।

সূত্র : আজকাল