বগুড়া উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম

বগুড়া উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম

ভোটার উপস্থিতি কম

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম।  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় শূন্য হওয়া এই আসনটিতে সোমবার সকাল ৯টা থেকে ১৪১টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট শুরু হয়।

জেলা শহরের বিভিন্ন  কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। নারী ভোটারদের উপস্থিতি ছিল আরও নগণ্য।

দেখা গেছে, নৌকা, ধানের শীষ ও লাঙ্গল প্রতীকের সমর্থকরা পাশাপাশি বসে হাসি-ঠাট্টা করছেন। বিপুল সংখ্যক র‌্যাব-পুলিশ-বিজিবি তাদের পাহারা দিচ্ছে; টহল দিচ্ছে।

লোকজন বলছে, ভোটারের চাইতে ভোট আয়োজনকারীদের সংখ্যা বেশি। বিএনপি প্রার্থী গোলাম মো. সিরাজ গিয়েছিলেন শহরের করনেশন স্কুল কেন্দ্র পরিদর্শনে। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট চলছে। আশা করছি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হবে। যত বেশি ভোটার উপস্থিতি হবে ততই ধানের শীষের ভোট বাড়বে। শান্তিপূর্ণ ভোট হলে বিজয়ী হব।”