ডেঙ্গু মোকাবিলায় ডিএসসিসির ৬৭টি মেডিকেল টিম গঠন

ডেঙ্গু মোকাবিলায়  ডিএসসিসির  ৬৭টি মেডিকেল টিম গঠন

ছবি সংগৃহিত।

 

 

 

 

 

ডেঙ্গু মোকাবিলায় ৬৭টি মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানিয়েন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন । তিনি বলেছেন, দ্রুততম সময়ে নাগরিকদের জন্য ডেঙ্গুমুক্ত শহর নিশ্চিত করব।

আজ সোমবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হানিফ মিলনায়তনে ‘বিশেষ প্রাথমিক চিকিৎসা সেবাপক্ষ ২০১৯’ এর উদ্বোধন উপলক্ষে মেয়র এ কথা বলেন। 

সেবাপক্ষের উদ্বোধক এবং প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বিগত দু’তিন বছরের তুলনায় এবার ডেঙ্গুর প্রাদুর্ভাব কিছুটা বেশি, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। শতকরা ৯৮ ভাগ ডেঙ্গু রোগীর জ্বর ৮ থেকে ১৯ দিনের মধ্যে ভালো হয়ে যায়। 

এক জুলাই থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডেঙ্গু মোকাবিলায় সর্বশক্তি নিয়োগ করেছে জানিয়ে তিনি আরও বলেন, ডেঙ্গু মোকাবিলায় এরইমধ্যে ৬৭টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ৪৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রতিষ্ঠান যুক্ত করা হয়েছে। এরা ডেঙ্গুর বিষয়ে নাগরিকদের সচেতন করে তুলছে।