ধর্ষণ খুন দ্রব্যমূল্য বৃদ্ধি ও পাটকল চালু করার দাবিতে পাবনায় কমিউনিস্ট পার্টির মানববন্ধন

ধর্ষণ খুন দ্রব্যমূল্য বৃদ্ধি ও পাটকল চালু করার দাবিতে পাবনায় কমিউনিস্ট পার্টির মানববন্ধন

ছবি: প্রতিনিধি

দেশব্যাপী ধর্ষণ খুন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং রাষ্ট্রয়াত্ব পাটকল চালু করার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পাবনা জেলা কমিটি মানববন্ধন করেছে।

মঙ্গলবার(১৩ অক্টোবর) পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পাবনা জেলা কমিটির সভাপতি কমরেড আব্দুর রাজ্জাক, জেলা কমিটির সদস্য আব্দুল জব্বার, শাইনুর রহমান ও ঈশ্বরদীর উপজেলা কমিটির সদস্য গোলজার হোসেন প্রমুখ।

বক্তারা বক্তব্যে বলেন, সারাদেশে লাগামহীন ধর্ষণ, গুম, দূর্নীতি, খুন, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং রাষ্ট্রয়াত্ব পার্টকল বন্ধ হয়ে যাচ্ছে। এতে করে দেশের সাধারণ মানুষ বেকারসহ আত্মকর্মসংস্থান হারাচ্ছে। সন্ত্রাসী দূর্নীতিতে জড়িয়ে পড়ছে যুবসমাজ। তাই সঠিক পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান করেন বক্তারা।ধর্ষণকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দ্রুত ফাঁসি কর্যকর এবং দেশের পাটকলগুলো সচল করারও দাবি জানান বক্তারা।