ভোলায় বেলায়েত বাহিনীর প্রধানসহ চার সদস্য আটক

ভোলায় বেলায়েত বাহিনীর প্রধানসহ চার সদস্য আটক

ফাইল ছবি

ভোলায় দুর্ধর্ষ সন্ত্রাসী বেলায়েত বাহিনীর প্রধানসহ চার সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। তারা হলেন বাহিনীর প্রধান মো. বেলায়েত হোসেন, সদস্য শেখ ফরিদ, মো. কামাল ও মো. আল আমিন।

রবিবার দিবাগত মধ্য রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ভোলা জেলার সদর উপজেলাধীন ৫ নং বাপ্তা ইউনিয়নে যৌথ অভিযানে তাদের আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুটি তাজা কার্তুজ ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, ‘সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ বেলায়েত হোসেনের নেতৃত্বে চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিল বলে জানা যায়। এছাড়া আটক মো. বেলায়েত হোসেনের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। আটক সন্ত্রাসীদের এবং জব্দ অস্ত্র, কার্তুজ ও সকল আলামতসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।