পুলিশ সংস্কার নিয়ে জনসাধারণের মতামত চেয়ে বিজ্ঞপ্তি
ফাইল ছবি
পুলিশ সংস্কারের জন্য জনসাধারণের মতামত জানতে চেয়েছে কমিশন। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ সংক্রান্ত মতামত দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। পুলিশ সংস্কার কমিশনের ওয়েবসাইটে ‘কেমন পুলিশ চাই’ শীর্ষক এক জনমত জরিপ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিটিতে পুলিশ সংস্কার কমিশনের সদস্যসচিব ও জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে প্রতিহত করতে কিছু পুলিশ সহিংস ভূমিকা পালন করেন। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। এ পরিস্থিতিতে পুলিশের সংস্কার এখন সময়ের দাবি।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১৫ নভেম্বরের মধ্যে লিংকে অথবা পুলিশ সংস্কার কমিশনের ওয়েবসাইটে মতামত দেওয়া যাবে। এখানে ‘কেমন পুলিশ চাই’ বিষয়ে একটি প্রশ্নমালা আছে। তা পূরণ করে সবাইকে মূল্যবান মতামত দিতে অনুরোধ জানানো হয়েছে।’
এতে আরও বলা হয়েছে, মতামত গোপন রাখা হবে। মতামতগুলো শুধু পুলিশ সংস্কারের জন্য ব্যবহার করা হবে।
গত ৩ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সাবেক সচিব সফর রাজ হোসেনকে প্রধান করে পূর্ণাঙ্গ ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠন করা হয়।
একজন শিক্ষার্থী প্রতিনিধিসহ ৯ সদস্যের এই কমিশন ‘জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ’ পুলিশ বাহিনী গড়ে তোলার কাজে সুপারিশ করবে বলে জানানো হয়।