কয়লায় দূর হবে মুখের ময়লা, কীভাবে বানাবেন ফেসপ্যাক?
ছবি: সংগৃহীত
চারপাশে দূষণ। বাতাসে ধুলাবালির সরব উপস্থিতি। এসব প্রভাব পড়ে ত্বকে। বিশেষত, ধুলাবালির কারণে মুখের সংবেদনশীল ত্বকের লোমকূপ বন্ধ হয়ে ব্রণ দেখা দেয়। মুখে কালচে ছাপ দেখা দেয়। মুখের এই ময়লাভাব দূর করতে ভরসা রাখতে পারেন কয়লায়।
হ্যাঁ ঠিকই পড়েছেন। কালো কয়লাই মুখ থেকে যাবতীয় ময়লা পরিষ্কার করতে সক্ষম। এজন্য কাঠকয়লা দিয়ে তৈরি করুন ফেসপ্যাক ব্যবহার করুন। এই ফেসপ্যাক লাগালে কী কী উপকার পাবেন, কীভাবে এটি তৈরি করবেন চলুন জেনে নিই-
বাজারে সহজেই পাওয়া যায় অ্যাকটিভেট কাঠকয়লা। নারকেলের খোসা, বাঁশ বা অন্যান্য প্রাকৃতিক জিনিস থেকে এটি প্রস্তুত করা যায়। বিশেষ ধরনের শোষণ করার ক্ষমতা রয়েছে এই কাঠকয়লার। এটি সহজেই ত্বকে জমে থাকা ধুলো-ময়লা পরিষ্কার করে।
কাঠকয়লা নিজের ওজনের চেয়ে বহুগুণ বেশি দূষণ ও টক্সিন শোষণ করতে পারে। এটি মুখের ত্বকে তৈরি হওয়া লোমকূপে জমে থাকা ময়লা দ্রুত টেনে পরিষ্কার করে। কাঠকয়লার ফেসপ্যাক ব্যবহার করলে ব্রণ সমস্যাও সহজে দূর হয়ে যায়।
কীভাবে এই ফেসপ্যাক তৈরি করবেন?
এই ফেসপ্যাক তৈরি করতে বাজার থেকে অ্যাকটিভেট কাঠকয়লা কিনুন। ২ চা চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ চা চামচ চারকোল বা কাঠকয়লার পাউডার মিশিয়ে পেস্ট তৈরি করুন।
আপনি যদি এই প্যাকের মধ্যে এক থেকে দুই ফোঁটা টি ট্রি অয়েল মেশান, তাহলে আরও ভালো। টি ট্রি অয়েলের অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলো ত্বক থেকে ব্যাকটেরিয়া সরাতে সাহায্য করে। ফলে আপনার ফেসপ্যাক হয়ে উঠবে আরও কার্যকর।
কাঠকয়লার ফেসপ্যাক ব্যবহারের নিয়ম
প্রথমে কয়লার ফেসপ্যাক সারামুখে লাগিয়ে রাখুন। অন্তত ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। ফেসপ্যাক শুকিয়ে গেলে গরম পানিতে তোয়ালে ডুবিয়ে চেপে চেপে মুখ পরিষ্কার করে নিন। সপ্তাহে দুবার এই ফেসপ্যাক ব্যবহার করুন। মুখ থেকে ময়লা, অতিরিক্ত তেল দূর হবে। ত্বক হবে মসৃণ, উজ্জ্বল।