বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত সাড়ে ৪ কোটি ছাড়াল

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত সাড়ে ৪ কোটি ছাড়াল

প্রতীকী ছবি

বৈশ্বিক মহামারি করোনা  ভাইরাসের কারণে থমকে আছে গোটা বিশ্ব। অর্থনীতির চাকা বন্ধ হয়ে আছে প্রায় বিশ্বের সকল দেশেই। করোনা নামক এই ভাইরাসে প্রতিদিন অক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ।মৃত্যু কোলে ঢলে পড়তেছে  অগনিত মানুষ।জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী-বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে সাড়ে ৪ কোটি ছাড়িয়েছে। জেএইচইউ এর তথ্য অনুযায়ী- শনিবার সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৮৩ হাজার ৮৭৪ জনে। এছাড়া কোভিড-১৯ এ মারা গেছেন ১১ লাখ ৮৮ হাজার ১৫১ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার দেশ ভারত এবং ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে আমেরিকা। এখনও ব্যাপক হারে সেখানে করোনার বিস্তার হচ্ছে। দ্রুত আক্রান্তের পাশাপাশি মৃত্যুও থেমে নেই। শনিবার সকাল পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত ৯০ লাখ ৪৩ হাজার ৯৫৭ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৮০ লাখ থেকে ৯০ লাখে পৌঁছেছে মাত্র ১৪ দিনে। যা মহামারি শুরু হওয়ার পর থেকে সবচেয়ে দ্রুত সংক্রমণ। এছাড়া দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন ৯৭১ জনসহ মোট মারা গেছেন ২ লাখ ২৯ হাজার ৬৭৬ জন।

যুক্তরাষ্ট্রের পরে মৃতের সংখ্যায় সবচেয়ে বেশি রয়েছে ব্রাজিল ও ভারত। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে মোট আক্রান্ত ৮০ লাখ ৮৮ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ২১ হাজার ৯০ জন। মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। দেশটিতে মোট শনাক্ত রোগী ৫৫ লাখ ১৬ হাজার ৬৫৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৪৭৭ জনের।