ফ্লোরিডা জয়ের সম্ভাবনায় উত্তেজিত ট্রাম্প সমর্থকরা

ফ্লোরিডা জয়ের সম্ভাবনায় উত্তেজিত ট্রাম্প সমর্থকরা

ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় জয় পেতে যাচ্ছেন, এই সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠায় রিপাবলিকানদের মধ্যে উত্তেজনা বাড়ছে।

বিবিসির কাছে পাঠানো বার্তায় ইন্ডিয়ানা থেকে জিম লিখেছেন, ‘’আপনারা কি এটা দেখতে পাচ্ছেন? ফ্লোরিডার শহর এলাকায় ট্রাম্প ৪ শতাংশ বেশি ভোট পেয়েছেন আর হিস্পানিক এলাকায় পাচ্ছেন ১৩ শতাংশ বেশি ভোট।‘’

জর্জিয়া থেকে গ্যাভিন লিখেছেন, ‘’ট্রাম্প ফ্লোরিডা এবং নর্থ ক্যারোলাইনা জিততে যাচ্ছেন! এখন আমার খুবই ভালো লাগছে।‘’

ফ্লোরিডা থেকে ইলিয়ানা গিরার্ড ছবি পাঠিয়ে লিখেছেন, ‘’পাঁচশো ব্যক্তির সঙ্গে একত্রে আমরা ক্লাব ৪৫তে পার্টি করে ফলাফল দেখছি।‘’

হোয়াইট হাউজে যাওয়ার দৌড়ে ব্যাটেলগ্রাউন্ড বলে পরিচিত এখানকার অনেকগুলো অঙ্গরাজ্যের ভোট অনেক গুরুত্বপূর্ণ।

নির্বাচনে জিততে হলে ডোনাল্ড ট্রাম্পকে ফ্লোরিডা এবং জর্জিয়ায় জিততেই হবে। ফ্লোরিডায় ইলেকটোরাল কলেজের ভোট রয়েছে ২৯টি।

এই দুটি রাজ্যে জয় পাওয়াটা জো বাইডেনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফ্লোরিডা থেকে এখন পর্যন্ত যে ফলাফলের আভাস আসছে - তাকে 'মিশ্র' বলা যায়।

বাইডেন যদি এ দুটি রাজ্যের অন্তত একটিতে জিততে পারেন, তাহলে হয়তো বেশ আগেভাগেই তার প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত হয়ে যেতে পারে।

অন্যদিকে যদি ট্রাম্প এ দুটি রাজ্য নিজের হাতে রাখতে পারেন - তাহলে পর্যবেক্ষকদের নজর ঘুরে যাবে যুক্তরাষ্ট্রের উত্তর, নর্থ ক্যারোলাইনা এবং মধ্য-পশ্চিমের শিল্পকারখানা-সমৃদ্ধ রাজ্যগুলোর দিকে।

সূত্র : বিবিসি