কাশ্মীর সীমান্তে সংঘর্ষে ভারতীয় সেনাসহ নিহত ৭

কাশ্মীর সীমান্তে সংঘর্ষে ভারতীয় সেনাসহ নিহত ৭

ফাইল ছবি।

জম্মু-কাশ্মীরের মাচিল সেক্টরে নিয়ন্ত্রণরেখায় অনুপ্রবেশকারীদের তুমুল গুলি বিনিময় হয়েছে ভারতীয় সেনাদের। এসময় ভারতীয় ৪ সেনা সদস্যসহ ৭ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে এক সেনা অফিসার, ৩ জওয়ান এবং অনুপ্রবেশকারীদের ৩ জন নিহত হয়।

জানা গেছে, শনিবার (৭ নভেম্বর) মধ্যরাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল এক দল অনুপ্রবেশকারী। তখনই টহলদারির দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানদের নজরে আসলে বিএসএফ গুলি চালায়। পাল্টা গুলি চালায় তারাও। দু’পক্ষের মধ্যে রবিবার ভোর ৪ টা পর্যন্ত গুলির লড়াই চলে।

ভারতের প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, রাত ১টার দিকে নিয়ন্ত্রণরেখার বেড়ার কাছে সন্দেহজনক কিছু লক্ষ করার পরই সতর্ক হয়ে যান বিএসএফ জওয়ানরা। এসময় অনুপ্রবেশকারী এবং বিএসএফ সদস্যদের মধ্যে গুলি বিনিময়ে বিএসএফ সদস্যসহ ৭ জন নিহত হয়। এদিকে সংঘর্ষে আরও দুই বিএসএফ সদস্য আহত হয়।