বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৫ কোটির কাছে

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৫ কোটির কাছে

প্রতীকী ছবি।

 

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে থমকে আছে গোটা বিশ্ব। এই ভাইরাসে প্রতিদিন আক্রান্ত হচ্ছে লাখের বেশি মানুষ আর মৃত্যুর কোলে ঢলে পড়ছে কয়েক হাজার মানুষ। দিন দিন আরও প্রকোট আকার ধারণ করা এই ভাইরাসে মৃতের সংখ্যাও বাড়ছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৪৯ লাখ ৮৮ হাজার ৪৫৯ জনে।

এছাড়া কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩ লাখ ২৬ হাজার ৪৪৯ জনে দাঁড়িয়েছে।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী, এদিন সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন তিন কোটি ৫২ লাখ ৩৪ হাজার ৫৩৩ ব্যক্তি।

এক কোটি ১২ লাখ ৮৭৯ জন আক্রান্ত এবং ২ লাখ ৪৭ হাজার ১৭৫ জন মৃত্যু নিয়ে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয় স্থানে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ৮৮ লাখ ৪৫ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন এক লাখ ৩০ হাজার ৭০ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৫৮ লাখ ৭৬ হাজার ৪৬৪ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ৬৬ হাজার ১৪ জনের।