না ফেরার দেশে ম্যারাডোনা

না ফেরার দেশে ম্যারাডোনা

ফাইল ছবি।

মেক্সিকো বিশ্বকাপের মহানায়ক দিয়েগো মারাদোনা প্রয়াত। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০।

নভেম্বরের মাঝামাঝি সময়ে মস্তিষ্কে অস্ত্রোপচারের করা হয়। এরপর ৮ দিন পরে তাঁকে বুয়েনোস আইরেসের হাসপাতাল থেকে ছেড়ে দিলে এক ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তাঁর মাদকাসক্ত আসক্তি দূর করার চিকিৎসা চলছিল।

মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় এই মাসের গোড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। 

১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে তিনি তাক লাগিয়ে দিয়েছিল ফুটবলবিশ্বকে। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল তাঁর নেতৃত্বে। ১৯৯০ সালে ইতালি বিশ্বকাপেও তিনি আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন। কিন্তু, সেরা  করতে পারেননি। ১৯৯৭ সালে ফুটবলকে বিদায় জানান মারাদোনা। শুরু করেন কোচিং। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আর্জেন্টিনার জাতীয় দলেরও কোচ ছিলেন তিনি।