করোনায় বিশ্বে ২৪ ঘণ্টায় মৃত্যু ১১ হাজার

করোনায় বিশ্বে ২৪ ঘণ্টায় মৃত্যু ১১ হাজার

ছবি: সংগৃহীত।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে থমকে আছে গোটা বিশ্ব। এই ভাইরাসে প্রতিদিন আক্রান্ত হচ্ছে লাখের বেশি মানুষ আর মৃত্যুর কোলে ঢলে পড়ছে কয়েক হাজার মানুষ। দিন দিন আরও প্রকোট আকার ধারণ করা এই ভাইরাসে মৃতের সংখ্যাও বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ।শীতের মৌসুমে মৃত্যূ ও আক্রান্তের সংখ্যা বাড়ছে সমান তালে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী-কোভিড-১৯ এ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৪ হাজার ৫৮২ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ১৬ লাখ ৩৬ হাজার ৯৮৮ জনে।

করোনা থেকে বিশ্বব্যাপী মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ৬৮ লাখ ৩ হাজার ৮৬১ জন।