যশোরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

যশোরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

যশোরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

যশোর প্রতিনিধি: স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসুচীর মধ্য দিয়ে যশোরে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ।  দিবসটি উপলক্ষে তিন দিন ব্যাপী নানা কর্মসূচী পালন করছে জেলা প্রশাসন। কর্মসূচীর মধ্যে আছে ৭ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী ,আধাসরকারী ,স্বায়ত্বশাসিত ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন,শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগীতা,আলোচনা সভা,বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পার্ঘ অর্পন,সাংস্কৃতিক অনুষ্ঠান,৭ মার্চের ঐতিহাসিক ভাষন এবং জাতির পিতার জীবনীভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন।  

দিবসটি উপলক্ষে আজ সকালে শহরের বকুলতলার বঙ্গবন্ধু ম্যুরালে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান পুস্পার্ঘ অর্পন করেন। পরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা সহ সকল সামাজিক ,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পন করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশুদের আলোচনা ও বিভিন্ন প্রতিযোগীতার পুরষ্কার বিতরন করা হয়। বিকালে শহরের টাউনহল ময়দানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির সমাপ্তি ঘটে।