১২ বছরের পরিশ্রমের ফল, ছায়াপথে নিখুত ছবি

১২ বছরের পরিশ্রমের ফল, ছায়াপথে নিখুত ছবি

১২ বছরের পরিশ্রমের ফল, ছায়াপথে নিখুত ছবি- সংগৃহীত ছবি

একটা ছবি তুলতে লেগে গেল ১২টা বছর! এ কি বিশ্বাসযোগ্য? বিশ্বাস কিন্তু করতেই হবে, কারণ যে কোনও ছবি নয়, মিল্কি ওয়ে গ্যালাক্সি অর্থাৎ মহাকাশের ছায়াপথের ছবি তুললেন ফিনল্যান্ডের জেপি মেটস্যাভেইনিও। সাধারণ ফোটোগ্রাফার তিনি নন, ছবি তোলেন স্রেফ মহাজাগতিক বিষয়বস্তুর। পরিভাষায় বলা হয় অ্যাস্ট্রোফোটোগ্রাফার। ১২ বছর ধরে অনেক পরিশ্রম করে মহাকাশের ছায়াপথের ১.১৭ গিগাপিক্সেল পূর্ণাঙ্গ ছবি তুলে ফেলেছেন। এই ছবির মধ্যেই আছে ২ কোটি তারা।

২০০৯ সালে এই আক্ষরিক অর্থেই যুগান্তকারী প্রজেক্ট হাতে নিয়েছিলেন জেপি। ছায়াপথের বিভিন্ন এলাকার ওপর ফোকাস করে একের পর এক ছবি তুলতে থাকেন। সবকটি ছবি একসঙ্গে মিলিয়ে তবেই তৈরি হল পূর্ণাঙ্গ ছবি। এটি দৈর্ঘ ১০০০০০ পিক্সেল এবং এতে আছে ২৩৪টি আলাদা মোজাইক প্যানেল। 

ফোটোগ্রাফারটি জানাচ্ছেন, ছায়াপথের এত নিখুঁত ছবি এর আগে কখনও তোলা হয়নি। জানা গেছে, ফোটোশপ প্রযুক্তির মাধ্যমে সবকটি ছবিকে একটি ছবি হিসেবে গড়ে তোলা হয়েছে। আলাদা আলাদা ছবি তোলার জন্যই এত নিখুঁত হয়েছে। -আজকাল