যশোরে ভারতফেরত দম্পতির কোয়ারেন্টিন শেষে করোন শনাক্ত

যশোরে ভারতফেরত দম্পতির কোয়ারেন্টিন শেষে করোন শনাক্ত

যশোরে ভারতফেরত দম্পতির কোয়ারেন্টিন শেষে করোন শনাক্ত-

যশোরে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে বাড়ি ফেরার ৪ দিন পর ভারতফেরত এক দম্পতির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। 

সোমবার (১৭ মে) পিসিআর টেস্টের ফলাফলে তাদের শরীরে করোনা শনাক্ত হয়।

সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন জানান, করোনা শনাক্ত হওয়া দম্পতি রাজিব সাহা ও সুস্মিতা সাহা গত ২৯ এপ্রিল ভারত থেকে দেশে ফেরেন। তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে শহরের ম্যাগপাই হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়। ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে তারা ১৩ মে ছাড়পত্র পেয়ে নিজ বাড়ী যশোর শহরের বেজপাড়ায় ফিরে যান। তিনি আরও বলেন, রাজিব সাহা ও সুস্মিতা সাহা কোয়ারেন্টিন শেষে বাড়িতে যাওয়ার পর তাদের করোনা উপসর্গ প্রকাশ পায়। যে কারণে তারা গতকাল রোববার (১৬ মে) ব্যক্তিগত উদ্যোগে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। আজ সোমবার তাদের ফলাফলে করোনা পজেটিভ আসে। করোনা পজেটিভ হওয়ায় তাদেরকে সদর হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন। তারা বাড়িতে ফিরে পরিবারের সদস্যসহ কারো সংস্পর্শে যাননি। ফলে দ্রুতই তাদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে সিভিল সার্জন আরও জানান।