করোনার গণটিকা ক্যাম্পেইনে আদ্-দ্বীনের অংশগ্রহণ

করোনার গণটিকা ক্যাম্পেইনে আদ্-দ্বীনের অংশগ্রহণ

রাজধানীর সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলে টিকা কেন্দ্র পরিচালনা করছে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক:

নভেল করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকারের বিনামূল্যে গণটিকা ক্যাম্পেইনে অংশ নিয়েছে দেশের বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতাল আদ্-দ্বীন। রাজধানীর সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলে টিকা কেন্দ্রটি পরিচালনা করছে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। এ কেন্দ্র থেকে প্রথম ডোজে মর্ডানার টিকা দেওয়া হচ্ছে । ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় এ টিকা ক্যাম্পেইন বাস্তবায়িত হচ্ছে।  

শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে শুরু হয়ে এ টিকা কার্যক্রম চলে বিকাল তিনটা পর্যন্ত। গত ৭ আগস্ট থেকে শুরু হওয়া এ টিকা কার্যক্রম চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত। আদ্-দ্বীন হাসপাতালের ২জন ভ্যাকসিনেটর ও ৩জন ভলেনটিয়ার রাজধানী সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলের টিকা কেন্দ্রটি পরিচালনা করছে বলে জানিয়েছেন হাসপাতালের টিকা কেন্দ্রের ইনচার্জ জেসমিন সুলতানা।

আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন বলেন,“ সরকারের মহতী উদ্যোগ কোভিড-১৯ গণটিকা কার্যক্রমে আদ্-দ্বীনের টিকা কেন্দ্র যুক্ত হয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে। সেবার ব্রত নিয়ে আদ্-দ্বীন পরিবার সব সময় মানুষের পাশে থেকে কাজ করছে। সরকার নির্দেশিত বিধি মেনে সকলকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।