ভারতে ২৪ ঘন্টায় আক্রান্ত ৪১ হাজারের উপরে

ভারতে ২৪ ঘন্টায় আক্রান্ত ৪১ হাজারের উপরে

ভারতে ২৪ ঘন্টায় আক্রান্ত ৪১ হাজারের উপরে-

ভারত গত ২৪ ঘণ্টায়  করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৯৫ জন।একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৪৯০ জন। এই সংখ্যাটা আগের দিনের মতোই। ভারতে  এখনও পর্যন্ত করোনায় মৃত্যু ৪ লক্ষ ২৯ হাজার ৬৬৯ জন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের  এক তথ্য থেকে জানা গেছে।  

তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণ বাড়ার পাশাপাশি বেড়েছে অ্যাকটিভ কেসও। এই মুহূর্তে অ্যাকটিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৮৭ হাজার ৯৮৭ জন। পাশাপাশি ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ভারতে ৩ কোটি ১২ লক্ষ ৬০ হাজার ৫০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৯ হাজার ৬৯ জন। সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ। ICMR-এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ২১ লক্ষ ২৪ হাজার ৯৫৩ টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত ভারতে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা মোট ৪৮ কোটি ৭৩ লক্ষ ৭০ হাজার ১৯৬।

সূত্র: সংবাদ প্রতিদিন