সিলেট বিভাগে করোনায় আরও ১২ জনের মৃত্যু

সিলেট বিভাগে করোনায় আরও ১২ জনের মৃত্যু

সিলেট বিভাগে করোনায় আরও ১২ জনের মৃত্যু -

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় মোট ১ হাজার ৩২ জনের করোনা পরীক্ষার বিপরীতে ২শ’ জনের পজেটিভ আসে। সংক্রমণের হার ১৯ দশমিক ৩৮ ভাগ।

এর আগের দিন আক্রান্তের হার ছিলো ২৩ দশমিক ৯২ ভাগ। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৫১ হাজার ৪১ জন।   এ সময়ে আক্রান্তের চেয়ে সুস্থতা বেড়েছে।
আজ শনিবার (২১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য বিভাগ সিলেটের কার্যালয়ের তথ্যমতে গত ২৪ ঘন্টায় করোনায় বিভাগের চার জেলায় মৃত ১২ জনের মধ্যে হয়েছে।  এর মধ্যে সিলেট জেলায় ১০,সুনামগঞ্জে ১ ও মৌলভীবাজারে ১ জন রয়েছেন। এ নিয়ে বিভাগের চার জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৯৭২ জনের।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাত্র ১৯ জন। আগের দিন ভর্তি সংখ্যা ছিলো ৪২ জন। এ নিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসাধীন রয়েছেন ৪৭৯ জন। একই সময়ে সিলেট বিভাগে র‌্যাপিড এ্যন্টিজেন টেষ্টের মাধ্যমে কভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন ২৫ জন। আগের দিন এ সংখ্যা ছিল ৭৩ জন। এ সময় বিভাগে আরও ৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিলো ৯৩ জন। এ নিয়ে বিভাগের চার জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৬শ’ জন।