৫৪৪ দিন পর খুললো স্কুল-কলেজ

৫৪৪ দিন পর খুললো স্কুল-কলেজ

ফাইল ছবি

৫৪৪ দিন পর আজ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। করোনা মহমারিতে বন্ধের পর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে আজ থেকেই ক্লাস শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য অপেক্ষায় অবসান হলো শিক্ষার্থীদের। ফলে তাদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ ।

প্রায় দেড় বছর পর চিরচেনা ইউনিফর্ম,ব্যাগ কাঁধে শিক্ষা প্রতিষ্ঠানে এসেছেন শিক্ষার্থীরা। তবে,ইউনিফর্মের সঙ্গে এবার শিক্ষার্থীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হচ্ছে। স্কুলগুলোর ফটকে শিক্ষার্থীদের তাপমাত্রা মেপে প্রবেশ করানো হয়। তাদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি, এইচএসসি ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে ছয়দিন ক্লাস করবেন। শিক্ষাপ্রতিষ্ঠানের সময়কাল হবে চার ঘণ্টা। ফলে, দেশের প্রায় ৯০ হাজার শিক্ষার্থীকে সপ্তাহে নিয়মিত ক্লাসে অংশ নিতে হবে। এর বাইরে, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের অন্যান্য শ্রেণির প্রায় তিন কোটি এক লাখ শিক্ষার্থীরা সপ্তাহে একদিন ক্লাস করবেন।

উল্লেখ্য,কোভিড-১৯ মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।