শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা

শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা

ছবি : সংগৃহীত

প্রথমবারের  মত টি-টুয়েন্টিতে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা। গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে বড় ব্যবধানে হারায় শ্রীলংকাকে। ফলে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতলো প্রোটিয়ারা। 

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিলো দক্ষিণ আফ্রিকা। হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে শেষ ম্যাচ খেলতে নামে তারা। টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা। দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১২০ রান সংগ্রহ করে লংকানরা। দক্ষিণ আফ্রিকার বির্জন ফরচুইন ও কাগিসো রাবাদা ২টি করে উইকেট নেন। 

১২১ রানের সহজ টার্গেট হেসেখেলে স্পর্শ করে ফেলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার রেজা হেনড্রিকস ও কুইন্টন ডি কক। ৩২ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন তারা।  ৪২ বল খেলে ৫টি চার ও ১টি ছক্কায় হেনড্রিকস ৫৬ এবং ডি কক ৪৬ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন। ডি ককের ইনিংসে ৭টি চার ছিলো। ম্যাচ ও সিরিজ সেরা হন ডি কক। 
টি-টুয়েন্টির আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিলো শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা। ২-১ ব্যবধানে সিরিজটি জিতেছিলো লংকানরা। 

সূত্র: বাসস