শারদীয় দূর্গা পুজা উপলক্ষে সরকারের বিশেষ অনুমতিতে ইলিশের প্রথম চালান গেল ভারতে

শারদীয় দূর্গা পুজা উপলক্ষে সরকারের বিশেষ অনুমতিতে ইলিশের প্রথম চালান গেল ভারতে

শারদীয় দূর্গা পুজা উপলক্ষে সরকারের বিশেষ অনুমতিতে ইলিশের প্রথম চালান গেল ভারতে

শারদীয় দূর্গা পুজা উপলক্ষে সরকারের বিশেষ অনুমতিতে ২০৮০ মেঃটন ্ইলিশের প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে ৪ টি ট্রাকে ২৩ মেঃটন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। আজ বিকালে কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ইলিশের ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। 

খুলনার সাউদান এন্ড ফুড লিমিটেড ও ঢাকার ইউনিয়ন ভেঞ্চার নামে দুইটি রপ্তানিকারক প্রতিষ্ঠান আজ ২৩ মেঃটন ইলিশ মাছ ভারতে রপ্তানি করছে। কাস্টমস এর সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মিলা এন্টারপ্রাইজ ও বিশ^াস ট্রেডার্স নামে দুইটি সিএন্ডএফ এজেন্ট আমদানীকারক ভারতের সিদ্ধেশরী ইন্ডিয়া ও জে কে ইন্টারন্যাশনাল । প্রতি কেজি ইলিশ মাছ ১০ মার্কিন ডলার মূল্যে রপ্তানি করা হচ্ছে ভারতে। আজ  মোট ২ লক্ষ ৩১ হাজার ৫ শত মার্কিন ডলার মূল্যের ইলিশ রপ্তানি করা হবে।

উল্লেখ্য,২০২০ সালের ১০ অক্টোবর বাংলাদেশ থেকে ইলিশ মাছের  সর্বশেষ চালান ভারতে রফতানি করা হয়।