জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ফুমিও কিশিদা

জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ফুমিও কিশিদা

ফুমিও কিশিদা

জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) থেকে দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ফুমিও কিশিদা। তিনি দলটির নতুন নেতা নির্বাচিত হয়েছেন। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ফুমিও কিশিদা জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগার স্থালাভিশিক্ত হবেন। এক বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর পদত্যাগের ঘোষণা দেন সুগা। তার বিরুদ্ধে জাপানে করোনা ভাইরাসের বিস্তার রোধে পদক্ষেপ নিতে ব্যর্থতার অভিযোগ রয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে ফুমিও কিশিদার লক্ষ্য থাকবে, আগামী নির্বাচনে তার দল এলডিপিকে জয়ী করা। গণবিরোধীতার মুখে চলতি বছরে টোকিও অলিম্পিকের আয়োজন করে ক্ষমতাসীন এলডিপি সরকার। এ কারণে জাপানে দলটির জনপ্রিয়তায় খানিকটা ভাটা পড়েছে।

ফুমিও কিশিদা এলডিপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দলটির শীর্ষ নেতা হওয়ার দৌঁড়ে তারা কোনোকে পরাজিত করেন। তবে গত বছর সুগার কাছে পরাজিত হয়েছিলেন কিশিদা।