কাবুলে মসজিদে বোমা বিস্ফোরণ, বহু হতাহত

কাবুলে মসজিদে বোমা বিস্ফোরণ, বহু হতাহত

ফাইল ফটো

আফগানিস্তানের রাজধানী কাবুলের এক মসজিদের বাইরে বোমা বিস্ফোরণে বহু হতাহত হয়েছে। রোববার কাবুলের ঈদগাহ মসজিদের কাছে এই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের সময় ওই মসজিদে তালেবানের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের মায়ের স্মরণে এক দোয়া মাহফিল চলছিল বলে তালেবানের মুখপাত্র বিলাল করিমি জানান।

বার্তা সংস্থা এপিকে বিলাল করিমি বলেন, হামলায় তালেবান যোদ্ধাদের কোনো ক্ষতি না হলেও মসজিদের প্রবেশপথে থাকা বেশ কিছু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।তবে ঠিক কতজন নিহত হয়েছেন, তার কোনো সঠিক সংখ্যা জানাননি তিনি।হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানান বিলাল করিমি।

আবদুল্লাহ নামের স্থানীয় এক দোকানদার বার্তা সংস্থা এএফপিকে জানান, 'আমি ঈদগাহ মসজিদের কাছ থেকে বিস্ফোরণের শব্দ শুনেছি। এর পরপরই সেখানে গুলির শব্দ শোনা যায়।'

হতাহতদের বহন করে অ্যাম্বুলেন্স কাবুলের শাহর-ই-নও এলাকায় জরুরি হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।হাসপাতাল কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানায়ম তারা তাৎক্ষণিকভাবে বিস্ফোরণে আহত চারজনকে চিকিৎসাসেবা দিয়েছেন।হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায়িত্ব স্বীকার করেনি।