বিশ্বজুড়ে করোনা শনাক্ত ও মৃত্যু আরও কমেছে

বিশ্বজুড়ে করোনা শনাক্ত ও মৃত্যু আরও কমেছে

ফাইল ছবি

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে। রবিবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার বিশ্বজুড়ে করোনায় মারা গেছেন ৫ হাজার ৫০২ জন। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ৩২৩ জন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৮ লাখ ৬২ হাজার ৩৪৫ জনে।

২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ৯৪ হাজারের বেশি। এবং মৃতের সংখ্যা কমেছে ২ হাজার ৩০ জন।

শনিবারও করোনায় নতুন আক্রান্ত হিসেবে বিশ্বে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। অন্যদিকে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া। করোনায় সংক্রমণ ও মৃত্যুর উচ্চহারে যুক্তরাষ্ট্রের পরেই আছে যুক্তরাজ্য, তুরস্ক, রাশিয়া, ভারত, এবং ব্রাজিল।