উত্তরখণ্ডে প্রবল বর্ষণ, বন্যায় প্রাণহানী ৩৪

উত্তরখণ্ডে প্রবল বর্ষণ, বন্যায় প্রাণহানী ৩৪

উত্তরখণ্ডে প্রবল বর্ষণ, বন্যায় প্রাণহানী ৩৪

ভারতের উত্তরখণ্ড রাজ্যে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ৩৪ জনের প্রাণহানী হয়েছে। বন্যার কারণে ভূমিধসে তাদের মৃত্যু হয়। রাজ্যটির বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার এনডিটিভি এ খবর জানায়।

মৃতদের মধ্যে নেপাল থেকে আসা দিনমজুর রয়েছেন। তারা পৌরি জেলায় ভূমিধসে মাটির নিচে চাপা পড়েন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চম্পাওয়াত জেলায়ও। সেখানে ভূমিধসে হতাহতের ঘটনা ঘটেছে।

বন্যায়-ভূমিধসে আটকে পড়া শত শত লোককে উদ্ধার করা হয়েছে।

গত তিনদিন উত্তরখণ্ডে ব্যাপক বৃষ্টিপাত হয়। এতে ভয়াবহ বন্যা দেখা দেয়। অনেক সড়ক, ভবনসহ বিভিন্ন স্থাপনা পানির নিচে তলিয়ে যায়। নদীগুলোর ওপর দিয়ে পানি প্রবাহিত হতে থাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে বন্যার পানি প্রবাহের ভয়ঙ্কর চিত্র দেখা গেছে। একটি ফুটেজে দেখা যায়, সড়কের উপর দিয়ে দ্রুত বেগে প্রবাহিত হচ্ছে পানি।

পরিস্থিতি নিয়ে মঙ্গলবার উত্তরখণ্ডে মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামির সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারকে সব ধরনের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।