টস জিতে ব্যাটিং এ বাংলাদেশ,একাদশে এক পরিবর্তন

টস জিতে  ব্যাটিং এ বাংলাদেশ,একাদশে এক পরিবর্তন

টস জিতে ব্যাটিং এ বাংলাদেশ,একাদশে এক পরিবর্তন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলেভে ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তরুণ পেস অলরাউন্ডার সাইফ উদ্দীনের পিঠের ইনজুরির কারণে একাদশে  তরুণ পেসার শরিফুলকে অন্তর্ভূক্ত করা হয়েছে।

ধবার (২৭ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়। বাংলাদেশে থেকে ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে।

মূল পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় আজ জেতার সর্বোচ্চ চেষ্টা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

অপরদিকে ইংল্যান্ড প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় নিয়ে পয়েন্ট তালিকায় এগিয়ে রয়েছে।

বাংলাদেশ একাদশ:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ও নাসুম আহমেদ।

ইংল্যান্ড একাদশ:
জেসন রয়, জোস বাটলার (উইকেটকিপার), ডাউইড মালান, জনি বেয়ারস্ট, লিয়াম লিভিংস্টোন, ইয়ন মরগান, মঈন আলি, ক্রিস ওয়াকস, ক্রিস জরডান, আদিল রশিদ ও টিমাল মিলস।