আইএসআইর নতুন পরিচালক নাদিম আনজুম

আইএসআইর নতুন পরিচালক নাদিম আনজুম

আইএসআইর নতুন পরিচালক নাদিম আনজুম

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইর  নতুন পরিচালক হিসেবে লেফটেন্যান্ট জেনারেল নাদিম আনজুমকে নিয়োগ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী মাসে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদের স্থলাভিষিক্ত হবেন নাদিম আনজুম। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর।

২৬ অক্টোবর তারিখে পাকিস্তান প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই্এসআইর নতুন পরিচালক হিসেবে লেফটেন্যান্ট জেনারেল নাদিম আনজুমের নিয়োগ অনুমোদন দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এক্ষেত্রে ইমরান খান তার বিষয়ে অনুসন্ধানের পর এ নিয়োগ দেন।

১৯৮৮ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে যোগ দেন লেফটেন্যান্ট জেনারেল নাদিম আনজুম। তিনি পাকিস্তান সেনাবাহিনীর করাচিস্থ পঞ্চম ডিভিশনের প্রধান ছিলেন। এর আগে তিনি কুর্রাম এজেন্সিস্থ পাক সেনাদের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া সেনাবাহিনীর কোয়েটা স্টাফ কলেজের দায়িত্বে ছিলেন। পরে ২০২০ সালের ডিসেম্বরে করাচিস্থ পঞ্চম ডিভিশনের প্রধান হন।

এর আগে পাকিস্তান প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে, এত দিন পাকিস্তান গোয়েন্দা সংস্থা আই্এসআইর পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ। হামিদ ২০২১ সালের ১ নভেম্বর তারিখ পর্যন্ত এ দায়িত্বে থাকবেন। আগামী মাসে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদের স্থলাভিষিক্ত হবেন নাদিম আনজুম।

পাকিস্তান প্রধানমন্ত্রীর দফতর তাদের টুইটার অ্যাকাউন্টে আরো জানিয়েছে, পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া দেখা করেছেন। পাকিস্তান প্রধানমন্ত্রী ও দেশটির সেনাবাহিনীর প্রধানের মধ্যে হওয়া ওই বৈঠকটি ছিল আই্এসআইর নেতৃত্ব বদল ও এ গোয়েন্দা সংস্থাটির নতুন পরিচালক নিয়োগ সংক্রান্ত।

সূত্র : ডন