টানা ৭১ বল বাউন্ডারি দেখেনি ভারত

টানা ৭১ বল বাউন্ডারি দেখেনি ভারত

ফাইল ছবি

বিশ্বকাপের সুপার টুয়েলভে পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছেও বড় ব্যবধানে হেরেছে বিরাট কোহলির ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিউইদের বোলিং তোপে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১১০ রান সংগ্রহ করে ভারত। ১১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩ বল এবং ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

তবে অবাক করার মতোই ব্যাপার! নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ইনিংসে ৭১ বল বাউন্ডারি মারতে পারেনি ভারত! যে দলের ব্যাটিং লাইনআপ রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্তদের নিয়ে গড়া, সে দল ৭১ বল বাউন্ডারি মারতে পারেনি, ব্যাপারটি বেশ অদ্ভুতই।

ভারত বধের ম্যাচে সোধি ৪ ওভার বল করে মাত্র ১৭ রান খরচ করেন। তুলে নেন বিরাট কোহলি ও রোহিত শর্মার মূল্যবান দু'টি উইকেট। নিউজিল্যান্ডের সব বোলাররাই অনবদ্য পারফর্ম্যান্স মেলে ধরেন। তবে সোধির জন্যই টিম ইন্ডিয়া মাথা তুলে দাঁড়াতে পারেনি।

যে কারণে ডারিল মিচেল ৪৯ রানের ঝকঝকে ইনিংস খেললেও এবং সাউদি ২০ রানে ৩ উইকেট দখল করলেও তাদের টপকে ম্যাচের সেরা নির্বাচিত হন সোধি।