জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে যশোর সেনানিবাসে সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে যশোর সেনানিবাসে সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে যশোর সেনানিবাসে সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উদযাপন উপলক্ষে যশোর সেনানিবাসে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর)  বিকালে সেনানিবাসের ওসমানী ষ্টেডিয়ামে ৫৫ পদাতিক ডিভিশনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, জেনারেল অফিসার কমান্ডিং ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল নূরুল আনোয়ার।

প্রধান অতিথি বলেন,বঙ্গবন্ধুর স্বপ্ন পূরনে বাংলাদেশ সেনাবাহিনী একাগ্রচিত্তে কাজ করে যাচ্ছে। একই সাথে তিনি প্রত্যাশা করেন ,বঙ্গবন্ধুর দেখানো পথে চলে বাংলাদেশ সেনাবাহিনী দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে এবং সোনার বাংলা বাস্তবায়নে কাঙ্খিত ভ’মিকা রাখবে। তিনি বঙ্গবন্ধুর দেখানো পথে সকল সেনা সদস্যকে দেশ মাতৃকার সেবায় নিজেদের নিয়োজিত হবার জন্য আহবান জানান।

সাংস্কৃতিক অনুষ্ঠানে যশোর ক্যান্টনমেন্ট এর আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গান,নাচ,মুখাভিনয় ও কবিতা আবৃত্তি করে।এছাড়া প্রধান অতিথি একই স্থানে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার ,বুক স্টল ,চিত্রপ্রদর্শনী ষ্টল ঘুরে দেখেন।

অনুষ্ঠানে যশোর ও জাহানাবাদ সেনানিবাসে কর্মরত বিভিন্ন কর্মকর্তা সহ জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিক ও পরিবারবর্গ উপস্থিত ছিলেন।