কুষ্টিয়ায় মূসক চালান বিহীন বিপুল পরিমাণ বিড়ি জব্দ

কুষ্টিয়ায় মূসক চালান বিহীন বিপুল পরিমাণ বিড়ি জব্দ

কুষ্টিয়ায় মূসক চালান বিহীন বিপুল পরিমাণ বিড়ি জব্দ

কুষ্টিয়ার ভেড়ামারায় মূসক চালান বিহীন ২৪০,০০০ শলাকা বিড়ি জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ কুষ্টিয়া সার্কেল-২।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে ভেড়ামারা উপজেলার কাঠেরপোল সংলগ্ন এলাকা থেকে এসব বিড়ি জব্দ করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার কুষ্টিয়া সার্কেল-২ ভেড়ামারা এর রাজস্ব কর্মকর্তা রবিউল ইসলামের নেতৃত্বে একটি নিবারক দল উপজেলার কাঠেরপোল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় উক্ত এলাকা থেকে তারা সাহেব বিড়ি নামীয় বিড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ২৪০,০০০ শলাকা পুনঃ ব্যবহৃত ব্যান্ডরোল যুক্ত মূসক চালান বিহীন বিড়ি জব্দ করেন। এসব বিড়ির বাজার মূল্য ১৭২,৮০০ টাকা যার সাথে ৭৭,৭৬০ টাকা রাজস্ব জড়িত ।

পরবর্তীতে জব্দকৃত বিড়ি সমূহ ভেড়ামারা কাস্টমস অফিস এ নিয়ে এসে গোডাউনে জমা প্রদান করা হয়।  মূসক আইন-২০১২ অনুযায়ী জব্দকৃত বিড়ির ব্যাপারে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।