সাম্প্রদায়িক উস্কানি কোনোভাবে বরদাস্ত করা হবে না: তথ্য প্রতিমন্ত্রী

সাম্প্রদায়িক উস্কানি কোনোভাবে বরদাস্ত করা হবে না: তথ্য প্রতিমন্ত্রী

সাম্প্রদায়িক উস্কানি কোনোভাবে বরদাস্ত করা হবে না: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান বলেছেন, সাম্প্রদায়িক উস্কানি কোনোভাবে বরদাস্ত  করা হবে না। তিনি বলেন, ‘দেশ বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠীর মদদেই পুজামন্ডপে হামলা হয়েছে। এরা আসলে মানসিক বিকারগ্রস্থ। এসব অপশক্তিকে রুখতে হবে। এদের কোনো ক্ষমা নয়। এরাই ধর্ম নিয়ে রাজনীতি করে দেশকে অস্থিতিশীল করতে চাইছে, বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করছে।’

প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর শেষে আজ মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।  
তিনি বলেন, বাংলাদেশ বিরোধী কিছু চক্র সোস্যাল মিডিয়ায় দেশ নিয়ে অপপ্রচার করছে। যে দেশ ত্রিশ লাখ শহীদের রক্তে অর্জিত, যে দেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ফসল, যে দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পরিচালনায় তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে উন্নয়নের মহাসড়কে সেই  দেশে এ অপপ্রচার সহ্য করা হবে না।   

মুরাদ হাসান বলেন, বিদেশে মানুষ কষ্ট করে টাকা রোজগার করে। তারা ভালোবেসে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে। তারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে লালন করে। বিদেশে বসবাসরত মা বোনেরাও দেশের জন্য সাহসি ভূমিকা পালন করছেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমার অস্তিত্ব আমি বাঙালি,আমি বঙ্গবন্ধুর দেশের নাগরিক। আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। বঙ্গবন্ধু যে সংবিধান রচনা করেছেন সেই সংবিধানে আমি বিশ্বাস করি। বাঙ্গালীর চেতনা, আদর্শ ও দর্শন দেশকে নিয়ে। বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শ ছাড়া কোনো কিছু নেই। যে যাই বলুক এর বাইরে আমি কিছুই বলবোনা। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বা অসাম্প্রদায়িক বাংলাদেশ ছাড়া অন্য কিছু নয়।’

সূত্র : বাসস