সু চির দুই নেতার মোট ১৬৫ বছরের কারাদণ্ড

সু চির দুই নেতার মোট ১৬৫ বছরের কারাদণ্ড

ফাইল ছবি

বড় ধরনের কারাদণ্ডের মুখোমুখি হলেন মিয়ানমারের রাজনৈতিক নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির সিনিয়র দুই নেতা। থান নাইং ও খিন মিয়ন্তকে মোট ১৬৫ বছরের কারাদণ্ডের রায় শুনিয়েছেন আদালত।

জানা গেছে, দুর্নীতির প্রমাণ পাওয়ায় থানকে ৯০ বছর ও খিনকে ৭৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার তাদের আইনজীবীদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এখবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

গণমাধ্যমটি বলছে, কাইন প্রদেশের সাবেক পরিকল্পনামন্ত্রী থান নাইংয়ের বিরুদ্ধে দুর্নীতির ছয়টি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৯০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, প্রদেশটির সাবেক মুখ্যমন্ত্রী ৬৭ বছর বয়সী নান খিন মিয়ন্তের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১৫ বছর করে মোট ৭৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।