গহীন বনে ‘স্বর্গের পাখি’

গহীন বনে ‘স্বর্গের পাখি’

প্যারাডাইজ বার্ড বা স্বর্গীয় পাখি

দুনিয়াজুড়ে এদের দেখা মেলা ভার। যেমন তার বাহারি রং, তেমনই ভাব-ভঙ্গি। নানা রঙ ও বর্ণে যেন চোখ ধাঁধিয়ে যায়। দেখা যায় না সহসা। এর রূপ-গুণে মুগ্ধ মানুষ নাম দিয়েছে প্যারাডাইজ বার্ড বা স্বর্গীয় পাখি।

এই পাখির আবাস ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনি এলাকায়। এই পাখির আদি কাহিনী সম্পর্কে জানা যায়, ষোড়শ শতকের দিকে ইউরোপের নাবিকরা এসেছিলো ইন্দোনেশিয়ার দ্বীপ এলাকায়। তারা দেখতে পায় পাখিটিকে। দেহের গড়ন অনেকটা কাকের মতো হলেও রঙের বাহারে সব পাখিকে ছাড়িয়ে যায়। পালক ও লেজের দিকে তাকালে মনে হয় যেন স্বর্গ থেকে রঙ করে এটিকে পৃথিবীতে ছেড়ে ছেড়ে দেয়া হয়েছে।

পাখিটির বর্ণিল ও মোহনীয় রূপ দেখে হতবাক হয়ে যান ইউরোপীয় নাবিকরা। স্থানীয়রা এই পাখির কোনো ক্ষতি করে না। তাদের ধারণা এ পাখির বসবাস স্বর্গে। ঈশ্বর স্বর্গের বাগান থেকে তাদের কাছে পাঠিয়েছে এ পাখি। কাজেই এটি পবিত্র পাখি। ইউরোপের নাবিকরাও পাখিটিকে ডাকলো বার্ড অব প্যারাডাইজ বা স্বর্গের পাখি।

সূত্র: ইন্টারনেট