ইবিতে বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ইবিতে বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ইবিতে বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট শুরু

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট-২০২১’। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে চারদিনব্যাপি টুর্নামেন্টটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জড (বিসিএপিসি) এবং ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টটি। টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার পাঁচটি দল অংশগ্রহণ করছে।

টুর্নামেন্টে অংশ দলগুলো হলো- গাজীপুর ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল, ব্রাহ্মণবাড়িয়া ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল ও সাতক্ষীরা তুফান ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল, চট্রগ্রাম ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল ও দুরন্ত লালমনিরহাট ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম ও লালমনিরহাট দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ম্যাচটি স্থগিত করেছে কর্তৃপক্ষ।

ন্যাশনাল প্যারালিম্পিকের মহাসচিব প্রকৌশলী মাকসুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক যুগ্ম সচিব ও বিসিএপিসি’র সহ-সভাপতি ডা. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘সামনে ডিসেম্বর-জানুয়ারির দিকে আন্তর্জাতিক ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেই প্রতিযোগিতা কে সামনে রেখে এই টুর্নামেন্টের আয়োজন। ভালো খেলোয়াড় যেন বের হয়ে আসে, সেটাই আমাদের লক্ষ্য। ক্রীড়াক্ষেত্রে নৈপুণ্য প্রদর্শনে ফিজিক্যালি চ্যালেঞ্জড ব্যক্তিরা শারীরিকভাবে সক্ষমদের তুলনায় কোনো অংশে কম নয়। পরিচর্যা করলে একদিন তারাও দেশের জন্য সম্মান বয়ে আনবে।