রাতের আধারে যুবককে কুপিয়ে হত্যা

রাতের আধারে যুবককে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক যুবককে রাতের আধারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে বিশ্বনাথ উপজেলার দশঘর  ইউনিয়নের বাউসি গ্রমে এ ঘটনা ঘটে। 

আজ বুধবার সকালে তার নিজ বাড়ির সড়কে রক্তাক্ত ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিশ্বনাথ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, রাতের যেকোনো সময় তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। তবে, কে বা কারা- এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি। 

নিহত যুবকের নাম- মো. এনামুল হক (৩৫)। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের মো. ইসাক আলীর ছেলে।এনামুল হক পেশায় গাড়ি চালক।

এনামের ছোট ভাই নাজমুল হক জানান, তার ভাই দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে বাড়িতে বসবাস করছিলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর ঘরে ফিরেননি তিনি। পরে আজ ভোরে বাড়ির রাস্তায় তার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়।

বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ  জানান আমরা ঘটনাস্থলে রয়েছি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।