সবচেয়ে দ্রুতগতির বিমান ‘স্পিরিট অফ ইনোভেশন’

সবচেয়ে দ্রুতগতির বিমান ‘স্পিরিট অফ ইনোভেশন’

ফাইল ছবি

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বিমান ‘স্পিরিট অফ ইনোভেশন’। এটি তৈরি করলো রোলস রয়েস। এই বিমান চলবে বিদ্যুতে। এর গতি হবে অবিশ্বাস্য। বিমানটি গতির জগতের ধাঁচই পাল্টে দিতে চলেছে।

রোলস রয়েস-এর পক্ষ থেকে বলা হচ্ছে, এর আগে সব চেয়ে গতিশীল উড়ান এসেছিল ২০১৭ সালে। এবারের আবিষ্কার গতবারের চেয়ে ঘণ্টায় ২১৩ কিলোমিটার বেশি।

নব-আবিষ্কৃত এই উড়োজাহাজ যিনি চালিয়েছেন, তার দাবি, এটা তাংর জীবনেরও এক স্মরণীয় মুহূর্ত। তার পাইলট-জীবনে এটি একটি অবিস্মরণীয় অধ্যায়, একটি সন্ধিক্ষণ।

সংশ্লিষ্ট মহলের সূত্রে জানা গিয়েছে, নতুন এই উড়োজাহাজের নতুন প্রযুক্তির ইঞ্জিন কার্বন নিঃসরণও কমাবে। যা প্রকারান্তরে পরিবেশবান্ধব।