নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করেছে ঠিকাদাররা

পাবনা প্রতিনিধি: রড সিমেন্টসহ নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে পাবনায় মানববন্ধন ও জেলা প্রশাসকের এবং পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় ঠিকাদাররা।

বৃহস্পতিবার পাবনা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য দেন আহম্মদ রঞ্জু, আনিসুজ্জামান দোলন, তৌহিদুল ইসলাম রুপন, সোহেল হাসান শাহীন, ফারুক হোসেন, জিন্নাত আলী জিন্নাহ, প্রভাস ভদ্র, রফিকুল ইসলাম রুমন, রুহুল আমিন, শেখ লালু প্রমুখ। এসময় জেলার বিভিন্ন দপ্তরের দু’শতাধিক ঠিকাদার মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে ঠিকাদাররা বলেন, গত দু’মাসে প্রতিটি নির্মাণ সামগ্রীর দাম গড়ে ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে।এ অবস্থায় তাদের পক্ষে কোন উন্নয়ন কাজ অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের নিকট ও পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের নিকট স্মারকলিপি দেয়া হয়।