খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে যশোরে মহিলা দলের সম্মেলন

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে যশোরে মহিলা দলের সম্মেলন

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে যশোরে মহিলা দলের সম্মেলন

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বিদেশে চিকিৎসায় পাঠালে স্লো পয়জনিংয়ের অভিযোগ সত্য প্রমাণিত হবে বলে খালেদা জিয়াকে দেশের বাইরে যেতে দিতে চায় না সরকার। ফলে খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারকেই নিতে হবে।

আজ সকালে খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে যশোর শহরের লালদিঘী পাড়ে, জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে ,প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, এ সরকার বলে তারা জনগণ দ্বারা নির্বাচিত। কিন্তু দেশের কোন জনগণ তাদে কে ভোট দিয়েছে? জনগণের কাতারে আসতে গেলে তাদের শতবছর অপেক্ষা করতে হবে। বর্তমান সরকারের হামলা, মামলায় আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। খালেদা জিয়ার সুচিকিৎসা ও দেশ রক্ষা করতে হলে এ সরকারের পতনের বিকল্প নেই। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহবান জানান তিনি।

জেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম, মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহ-সভাপতি নেওয়াজ হালিমা সহ জেলা মহিলাদলের নেতৃবৃন্দ।