ছাত্রলীগের কমিটি নিয়ে ভূয়া বিজ্ঞপ্তিতে তোলপাড়!

ছাত্রলীগের কমিটি নিয়ে ভূয়া বিজ্ঞপ্তিতে তোলপাড়!

ছাত্রলীগের কমিটি নিয়ে ভূয়া বিজ্ঞপ্তিতে তোলপাড়!

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ও সম্মেলনের জন্য পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি সংক্রান্ত একটি ভূয়া বিজ্ঞপ্তি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর করা অন্য একটি বিজ্ঞপ্তি সম্পাদন করে এটি প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিটি প্রকাশের পরপরই  ফেসবুকে ছড়িয়ে পড়তে থাকে। পরে একাধিক কেন্দ্রীয় নেতা বিজ্ঞপ্তিটি ভূয়া বলে নিশ্চিত করেন। এ নিয়ে বিব্রত কেন্দ্রীয় ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকা ছাত্রলীগের পাঁচ নেতাসহ অন্য নেতাকর্মীরা এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জড়িতদের শাস্তি দাবি করেছেন।

ইবি শাখার তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা কেন্দ্রীয় কমিটির উপ-তথ্য প্রযুক্তি সম্পাদক আশিকুর রহমান রুপক গণমাধ্যমকে বলেন, ‘প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিটি ভূয়া। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে এরকম কোন বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এটা নিয়ে তদন্ত করা হবে। একটা টিম কাজ করছে, যারাই এ কাজের সাথে জড়িত অবশ্যই খুঁজে বের করা হবে।’

ইবি ছাত্রলীগের কমিটির বিষয়ে তিনি বলেন, ইবি শাখার ছাত্রলীগের নেতাকর্মী ও শিক্ষার্থীদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। খুব দ্রুতই কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমরা দায়িত্বপ্রাপ্তরা ক্যাম্পাসে যাবো। এ নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে।’