রোববার মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে

রোববার মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে

ছবি: সংগৃহীত

আগামীকাল রোববার সারাদেশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

আবহাওয়া অফিসের এ কে এম রুহুল কুদ্দুস বলেছেন, ১৯ ও ২০ ডিসেম্বর রাজশাহী, যশোর, পাবনা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, ফরিদপুর, বগুড়া, দিনাজপুর ও রংপুর জেলাসহ দেশের পশ্চিমাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকতে পারে।

তবে ২০ ডিসেম্বরের পর তাপমাত্রা বাড়তে পারে।

শনিবার সকাল ৯টার দিকে পঞ্চগড়ের তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজার জেলার টেকনাফে ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও সকালের দিকে হালকা কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

সূত্র : ইউএনবি