ওআইসি সম্মেলনে আফগান সংকট নিয়ে আলোচনা : ইমরান খান

ওআইসি সম্মেলনে আফগান সংকট নিয়ে আলোচনা : ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

মুসলিম দেশগুলোর জোট ওআইসির সম্মেলনে আফগানিস্তানের মানবিক সংকট ইস্যুকে প্রাধান্য দেয়া হবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আশা করছেন। শনিবার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের অধিবেশনের প্রস্তুতি নিতে ওআইসির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ইমরান এ কথা বলেন। খবর জিও নিউজ অনলাইনের।

আজ পাকিস্তানে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইমরান এ অধিবেশনে ভাষণ দেবেন।

৫৭টি মুসলিম দেশের মধ্যে প্রায় ২০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ সম্মেলনে সরাসরি অংশ নেবেন। অপর ১০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের হয়ে প্রতিনিধিত্ব করবেন তাদের প্রতিমন্ত্রীরা। বাকি দেশগুলো তাদের জ্যেষ্ঠ কর্মকর্তাদের অধিবেশনে যোগ দেয়ার জন্য পাঠিয়েছে।

ইমরান শনিবার এক টুইটে লিখেন, ‘ওআইসির সদস্য দেশের প্রতিনিধি, পর্যবেক্ষক, বন্ধু, সহযোগী ও আন্তর্জাতিক সংগঠনগুলোকে পাকিস্তানে স্বাগত জানাচ্ছি। ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ এ অধিবেশনের মধ্য দিয়ে আফগান জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হবে। এর মধ্য দিয়ে আফগানিস্তানে শোচনীয় মানবিক পরিস্থিতি মোকাবিলায় আমাদের করণীয় নির্ধারণ করা হবে।’