পাবনায় পাসের হার বেড়েছে, জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৪৪০ জন

পাবনায় পাসের হার বেড়েছে, জিপিএ-৫ পেয়েছে তিন  হাজার ৪৪০ জন

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় এবার পাবনা জেলায় ৯৩ দশমিক ৮৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। এবার এই বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ। জেলা হিসেবে পাবনা রাজশাহী বিভাগে সবার নিচে। তবে গত বছরের তুলনায় বেড়েছে। গত বছর পাবনায় পাসের হার ছিল ৮৯ দশমিক ৫৬ শতাংশ।

পাবনা জেলা থেকে এবার পরীক্ষায় অংশ নিয়েছিল ৩০ হাজার ১৩৭ জন শিক্ষার্থী। তার মধ্যে পাস করেছে ২৮ হাজার ২৮৯ জন শিক্ষাথী। ফলে পাসের হার ৯৩ দশমিক ৮৭ শতাংশ।

আর জিপিএ-৫ এর দিক দিয়ে গত বছরের তুলনায় প্রায় ৫ গুণ বেশি। এবার পাবনায় জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৪৪০ জন। গত বছর (২০২০) পাবনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬শ’।

এবার পাবনা জেলায় ১৫ হাজার ৪৬৩ জন ছাত্র ( ছেলে) পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে পাস করেছে ১৪ হাজার ৩৮৮ জন ছাত্র। ছেলের পাসের হার ৯৩ দশমিক ০৫ শতাংশ আর মেয়ের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছিল ১৪ হাজার ৬৭৪ জন। এর মধ্যে পাস করেছে ১৩ হাজার ৯০১ জন ছাত্রী। মেয়ের পাসের হার ৯৪ দশমিক ৭৩ শতাংশ। ফলে পাসের দিক দিয়ে পাবনায় ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে।