চিলি আগামী সপ্তাহে ৪র্থ ডোজ কোভিড টিকা দেয়া শুরু করবে

চিলি আগামী সপ্তাহে ৪র্থ ডোজ কোভিড টিকা দেয়া শুরু করবে

প্রতীকী ছবি

চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা বলেছেন, সোমবার থেকে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের কোভিড ভ্যাকসিনের চতুর্থ ডোজ দেওয়া শুরু করা হবে। দেশটিতে গত ছয় মাসের মধ্যে এ সপ্তাহে করোনার সর্বোচ্চ সংখ্যক দৈনিক সংক্রমণ ঘটেছে।

ওমিক্রন আবির্ভাবের পূর্বে নতুন সংক্রমণ সনাক্তের সংখ্যা বিশ্বের অন্যান্য দেশের মতো স্থিতিশীল ছিল।
পিনেরা বৃহস্পতিবার বলেছেন, "টিকা সুরক্ষা ছাড়া একজন ব্যক্তির সংক্রমিত হওয়ার আশঙ্কা ৬ গুণ বেশি ও বুস্টার ডোজ টিকা প্রাপ্ত ব্যক্তির তুলনায় সে ব্যক্তির আইসিইউ হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হওয়ার আশঙ্কা ২০ গুণ বেশি।"

চিলিতে টিকাদান প্রক্রিয়া ব্যাপকভাবে সফল হয়েছে। জনসংখ্যার ৮৭ শতাংশ সম্পূর্ণ টিকা এবং প্রায় ৬৭ শতাংশ বুস্টার ডোজ টিকা গ্রহন করেছে।

পিনেরা বলেন, অভিজ্ঞতায় দেখা গেছে যে, ভ্যাকসিন ও বুস্টারের কার্যকারিতা সময়ের সঙ্গে ও নতুন রূপের আবির্ভাবে হ্রাস পায়।
কমপক্ষে ছয় মাস আগে শেষ ডোজ টিকা গ্রহনকারী ১২ বছরের বেশি বয়সীরাও ৭ ফেব্রুয়ারি থেকে ৫৫ বছরের বেশি বয়সী লোকদের সঙ্গে সোমবার থেকে চতুর্থ ডোজ টিকা গ্রহণ করতে পারবে।
 

সূত্র: বাসস