রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনায় কেউ মারা যায়নি।

আজ বুধবার (১২ জানুয়ারি) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ৯ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন ১ জন। আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ২৭ জন।

এ ছাড়া আগের দিন মঙ্গলবার (১১ জানুয়ারি) জেলার ২১৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে ২৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে করোনার সংক্রমণের ১৭.৫৭ শতাংশ।