করোনায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৮৪০৭

করোনায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৮৪০৭

করোনায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৮৪০৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ১৬৪ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৮৪০৭ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৬৬৭৬ জন।

সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৬ লাখ ৩২ হাজার ৭৯৪ জন। গত ২৪ ঘণ্টায় ৪৭৫ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৫৩ হাজার ৭৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে আরও জানানো হয়, দেশে ৮৫৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৯১৬টি নমুনা সংগ্রহ এবং ৩৫ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ১৯ লাখ ২৮ হাজার ৪৫৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৯৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ১৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭২ শতাংশ।