ফোনের জন্য স্যামসাং আনল শক্তিশালী প্রসেসর

ফোনের জন্য স্যামসাং আনল শক্তিশালী প্রসেসর

ফাইল ছবি

ফ্লাগশিপ স্মার্টফোনের জন্য দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং শক্তিশালী এক্সিনস প্রসেসর তৈরি করেছে। নতুন এই প্রসেসরের মডেল এক্সিনোস ২২০০। এটি স্যামসাং গ্যালাক্সি এস২২ স্মার্টফোনে ব্যবহৃত হবে।

টেক ব্লগ জিএসএম এরিনার প্রতিবেদন অনুযায়ী এক্সিনোস ব্র্যান্ডের প্রসেসরে ৪ ন্যানো মিটারের এক্সট্রিম আল্ট্রাভায়োলেট লিথোগ্রাফি (ইউইউভি) প্রসেস টেকনোলজিতে নতুন এই প্রসেসর ডিজাইন করা হয়েছে। এতে কাস্টম-মেড গ্রাফিক্স রয়েছে। যেটাকে বলা হচ্ছে এক্সক্লিপস।

এক্সিনোস ২২০০ চিপসেটটি এএমডি আরডিএনএ২ আর্টিটেকচারে ডিজাইন করা হয়েছে। স্যামসাং দাবি করছে নতুন প্রসেসরটি হাইব্রিড গ্রাফিক্স প্রসেসর। এতে অত্যাধুনিক ফিচার দেয়া হয়েছে। এর মধ্যে অন্যতম ফিচার হচ্ছে- মোবাইলের রে ট্রেসিং এবং ভেরিয়েবল রেট শেডিং প্রযুক্তি। যেটা বিশ্বে প্রথম।