পশ্চিমবঙ্গে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শিথিল কোভিড বিধিনিষেধ

পশ্চিমবঙ্গে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শিথিল কোভিড বিধিনিষেধ

পশ্চিমবঙ্গে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শিথিল কোভিড বিধিনিষেধ

পশ্চিমবঙ্গে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্ণন্ত স্কুল খুলছে ৩রা ফেব্রুয়ারি।  সেদিনই খুলছে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এই কথা ঘোষণা করেন। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা পাড়ায় পাড়ায় রাজ্য সরকার যে শিক্ষা কেন্দ্রগুলো গড়েছে সেখানে পড়াশোনা করবে।

তবে প্রাথমিক পর্যায়ে স্কুল খুলছে না। এছাড়াও  রাজ্যে কোভিড বিধিনিষেধ শিথিল করা হয়েছে। পঁচাত্তর শতাংশ  মানুষ রেঁস্তোরা, পানশালা, সিনেমা, থিয়েটারে যেতে পারবেন। সত্তর শতাংশ কর্মী নিয়ে কাজ চালানোর বিষয়েও অনুমোদন দেয়া হয়েছে। রাতের কারফিউ রাত দশটার পরিবর্তে রাত এগারোটা থেকে চালু হবে।

চলবে ভোর পাঁচটা পর্যন্ত। উল্লেখযোগ্য, যে রাজ্যে কোভিড সংক্রমণ কমার পরই রাজ্য সরকার বিধিনিষেধ  শিথিল করল, যদিও রাজ্যে কোভিড বিধি ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকছে।