রামেক হাসপাতালে আরও ২ জনের মৃত্যু

রামেক হাসপাতালে আরও ২ জনের মৃত্যু

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ   নিয়ে আরও দুজন মারা গেছেন।

আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান , রামেক হাসপতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। মৃত্যু দুজনই নারী।  মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার পরামর্শ দেওয়া হয়েছে।

জানা গেছে, রামেক করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৪৯ জন রোগী। একদিন আগেও এ সংখ্যা ছিল ৫৪ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৬ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আটজন। করোনা ধরা পড়েনি ভর্তি পাঁচজনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন তিনজন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ছয়জন রোগী।

একই দিনে রামেক ল্যাবে ২৫৩টি নমুনা পরীক্ষায় ৪৬টিতে করোনা ধরা পড়েছে। এদিকে রাজশাহীর ১৭৮টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ২৩টিতে। জেলায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ১৫ শতাংশ। একই ল্যাবে জয়পুরহাটের ৭৮টি নমুনা পরীক্ষায় ২৩টিতে করোনা ধরা পড়েছে। জয়পুরহাটে করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৪৯ শতাংশ।